ব্যবসায় সফল হতে হলে আগে ২-৩ দিন বছর চাকরি করুন..

বর্তমানে ব্যবসা করে সফল এমন মানুষদের কেস স্ট্যাডি করে দেখেন তাহলে বেশিরভাগের একটা বিষয় কমন দেখবেন তারা পুরোদমে ব্যবসা করার আগে চাকরি করতেন..

ক্যারিয়ারের শুরুটা ব্যবসা দিয়ে না করে চাকরি দিয়ে শুরু করলে আপনি বেশ কিছু বেনিফিট পাবেন৷ যেমন

আপনি বেশ ভাল একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। সেই নেটওয়ার্কে থাকতে থাকতে বেশ এমন কিছু বিষয় শিখবেন যা দুনিয়ার কোন বইয়ে পাবেন না।

– যে নেটওয়ার্ক তৈরি হবে সেটিকে ব্যবসায় চমৎকারভাবে কাজে লাগাতে পারবেন

– কিভাবে একটি প্রতিষ্টান চলে, কিভাবে টিম চালাতে হয় সেটির ধারনা পাবেন যেটা আপনার ব্যবসায়ে কাজে লাগবে

– আপনার একটি ফিনানশিয়াল ব্যাকআপ তৈরি হবে যেটি আপনাকে ব্যবসার শুরুতে প্রচন্ড হেল্প করবে

এর বাইরেও আপনি বেশ কিছু বিষয় শিখবেন যেটা আপনাকে ব্যবসায় সফল হতে সহায়তা করবে। তাই যদি ব্যবসা করার ইচ্ছে থাকে তাহলে আগে সেই রিলেটেড কোন প্রতিষ্টানে ২-৩ বছর চাকরি করে অভিজ্ঞতা নিয়ে তারপর ব্যবসা শুরু করলে আপনার সফল হওয়ার চান্স বাড়বে..

ক্যারিয়ার গাইডলাইন পেতে করে ফেলুন এই কোর্সটি https://10ms.io/6u3nyc

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *