ম্যানেজমেন্ট লেভেলে কাজ করাটা একটা স্ক্যাম!!

ক্যারিয়ারে সব মানুষের টার্গেট থাকে ম্যানেজমেন্ট লেভেল বা বড় কোন পজিশনে কাজ করা। এটা শুনতে বা দেখতে বেশ লোভনীয় লাগে৷ কিন্তু ঐ যে বলে না “লোভে পাপ, পাপে মৃত্যু”। আমার কাছেও মাঝখানে মনেহয় যে এই জিনিসটা আসলে একটা পিউর স্ক্যাম

🫣

ক্যারিয়ারে আপনি যখন নিচের দিকে থাকবেন তখন আপনার রেসপন্সিবিলিটি কম থাকবে, আমার অফিস টাইমও লিমিটেড থাকবে, আপনার ছুটির দিন মানেই পুরাই ছুটির দিন। আপনি ভুল করলে সেটার ইমপেক্টও কম হয়, শাস্তিও খুব বড় হয় না…

কিন্তু আপনি যত উপরের দিকে উঠবেন ততই আপনার সুযোগ সুবিধা স্যালারি বাড়তে থাকবে বটে, অপরদিকে আপনার রেসপন্সিবিলিটি বাড়তে থাকবে, আপনার অফিস টাইমও লিমিটেড থাকবে না, অফিস টাইমের পরেও ফোনে বা অনলাইনে একটিভ থাকতে হবে, আপনার ছুটির দিনগুলো হয়ে যাবে একপ্রকার হোম অফিস। ছুটির দিনেও আপনাকে ফোনে ফোনে অফিস করতে হবে৷ আপনার ছোট্ট একটা ভুলও অনেক বড় ইফেক্ট ফেলবে এবং সেটার শাস্তিটাও বড়ই হবে..

সবাই বলে ওয়ার্ক-লাইফ ব্যালেন্স করার কথা, অফিস টাইমের বাইরে অফিসের কাজ না করার কথা। কিন্তু বাস্তবে এটা বেশ কঠিন। প্রায় সময়ই দেখা যাবে এমন সব সিচুয়েশন তৈরি হয়ে যাবে যে, আপনি একপ্রকার বাধ্যই হবে অফিস টাইমের পরে বা অফডেতেও কাজ করতে। কিন্তু দিনশেষে কাজটা আপনাকেই করতে হবে, ফেলে রাখলেই বরং ঝামেলা, তারচাইতে করে শেষ করে ফেলাটাই বেটার…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *