ফেসবুক বনাম ওয়েবসাইট

দেখেছেন নিশ্চয়ই গত কয়েকমাস ধরেই ফেসবুকে হুট করেই অনেক জনপ্রিয় পেইজ, গ্রুপ হারিয়ে যাচ্ছে তেমন কোন কারণ ছাড়ায়।

ভেবেছেন কি? আপনার বিজনেস পেইজটিও যদি এমন হুট করে হারিয়ে যায় তখন কি হবে? আপনার ব্যবসার কত বড় ক্ষতি হবে?

যদি ভেবে থাকেন তাহলে এই সম্ভাব্য ক্ষতি এড়ানোর জন্য কি পদক্ষেপ নিচ্ছেন? নাকি বুঝতে পারছেন না কি করবেন?

যদি বুঝতে না পারেন তাহলে আমরা বলছি আপনার কি করা উচিত। দেখুন আপনার পছন্দ হয় কিনা

আপনি চাইলে চমৎকার একটি ওয়েবসাইট করে নিতে পারেন। কেন ওয়েবসাইট করবেন ভাবছেন? চলুন জানি..

ওয়েবসাইট হল ইন্টারনেট জগতে আপনার ব্যবসা, প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জন্য বাসস্থান যেমন অত্যাবশকীয় তেমনি অনলাইন জগতে টিকে থাকার জন্য ওয়েবসাইট অতি গুরুত্বপূর্ণ।

এখন প্রায় সব ধরনের প্রতিষ্ঠানের একটি ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক। মাত্র ৩৬শতাংশ ছোট ব্যবসার নিজস্ব কোনো ওয়েবসাইট নেই।

আপনার ওয়েবসাইট না থাকলেও, খুব সম্ভবত আপনার প্রতিযোগীর একটি ওয়েবসাইট রয়েছে।

তার মানে একই ব্যবসা করেও অনলাইনে ভোক্তাগণ আপনাকে খুঁজে পাওয়ার সুযোগ থাকছেনা, আর অন্যদিকে আপনার প্রতিযোগী এর সুবিধা ভোগ করছে। তাই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে একটি ওয়েবসাইট থাকা খুবই জরুরি।

চলুন জানি ওয়েবসাইট থাকার সুবিধা সমূহ:

১. যে কোন সময় পেইজ হারিয়ে যেয়ে আপনার ব্যবসার ক্ষতি হতে পারে কিন্তু ওয়েবসাইট সহজে হারায় না বলে ব্যবসা থাকে তুলনামূলক ঝুঁকিমুক্ত

২. আপনি ঘুমালে পেইজও ঘুমিয়ে যায় কিন্তু ওয়েবসাইট ২৪/৭ জেগে থাকে। রাত ৩টাই কাস্টমার চাইলে অর্ডার করতে পারবে,

৩. পেইজে একটি অর্ডার কনফার্ম করার জন্য যেখানে প্রচুর সময় দিতে হয় কাস্টমার সেখানে ওয়েবসাইট থেকেই বিস্তারিত জেনে অর্ডার করে দেয়, এতে আপনার সময় বাঁচে

৪. পেইজে ক্রস সেলিং করার সুযোগ কম থাকে, কিন্তু ওয়েবসাইটে ক্রস সেলিং করার চমৎকার সুযোগ থাকে

৫. ফেসবুকে যেখানে একই সাথে সব প্রোডাক্ট ফোকাস করার সুযোগ থাকে না, সেখানে ওয়েবসাইটে একই সাথে সব প্রোডাক্ট ফোকাস করা যায়

৬. ফেসবুকে যেখানে সবসময় আপনাকে অনলাইনে একটিভ থাকতে হয় সেখানে ওয়েবসাইটে আপনি অনলাইনে একটিভ না থাকলেও সেল চলতে থাকে,

৭. ফেসবুকে একই নামে অনেকগুলো পেইজ ক্রিয়েট করা যায় বলে ব্র্যান্ড তৈরি করা যায় না। কিন্তু একই নামে শুধু একটা ওয়েবসাইট তৈরি করা যায় বলে আপনার ব্যবসাকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারবেন।

এগুলো ছাড়াও ওয়েবসাইটের অসংখ্য সুযোগ সুবিধা রয়েছে, সব বলতে গেলে লেখাটি বিশাল বড় হয়ে যাবে তাই বলছি না

আপনার একটি ফেসবুক পেইজে লক্ষ লক্ষ লাইক থাকতে পারে, একটি ফেসবুক পেইজ ব্যবহার করে আপনি লক্ষ লক্ষ/কোটি টাকা উপার্জন করতে পারেন কিন্তু ফেসবুক যেকোনো মুহূর্তেই আপনার ফেসবুক পেইজ ডিলেট বা কোন রেস্ট্রিকশন দিতে পারে। তখন আপনার ব্যবসা মূহুর্তেই বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। কিন্তু একটি ওয়েবসাইট ব্যবহার করে বড় ধরনের রিস্ক ছাড়াই আপনি নিশ্চিন্তে কাজ করে যেতে পারেন।

অনেকের ধারনা ওয়েবসাইট করতে বুঝি অনেক টাকা লাগে। কিন্তু আপনাদের জন্য সুখবর, প্ল্যানবি সল্যুশন আপনাকে দিচ্ছে খুবই স্বল্প খরচে ওয়েবসাইট করার সুবর্ন সুযোগ। তাই আর দেরি কেন? আপনার ব্যবসার জন্য চমৎকার একটি ওয়েবসাইট করে ব্যবসাকে করুন নিরাপদ…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *