আমরা ব্যবসা শুরু করার সময় নিজেদের পছন্দসই কোন নাম দিয়েই শুরু করি। কিন্তু পরবর্তীতে নানা কারণে আমাদের নাম পরবর্তী করার প্রয়োজনও হয়। আর তখনই আমরা চিন্তাই পড়ে যায় নাম পরিবর্তন করা উচিত হবে কিনা, পুরোনো কাস্টমারদের ধরে রেখে কিভাবে নাম পরিবর্তন করা যায় সেসব নিয়ে৷ তাই আজ আমরা জানবো এমন কিছু টিপস যেগুলো আমাদের এই সমস্যায় সাহায্য করবে…
১. ২ মাস আগেই এনাউন্সমেন্টে রাখা:- হটাৎ করেই একদিন নাম পরিবর্তন না করে ফেলে নূন্যতম ২ মাস আগেই পেইজে নাম পরিবর্তন হতে যাচ্ছে সেটি জানিয়ে একটা ছবিসহ পোস্ট করে সেটি পেইজে পিন করে রাখুন৷ এতে এই সময়ের মধ্যে যারাই আপনার পেইজে ভিজিট করবে সবাই নতুন নামের সাথে মোটামুটি পরিচিত হয়ে যাবে।
২. প্রোফাইল পিকচার চেঞ্জ করা:- নতুন নাম মানেই নতুন লোগো। তাই পেইজের নাম পরিবর্তনের আগেই নতুন নামের লোগো করে সেটি পেইজের প্রোফাইল পিকচারে দিয়ে রাখুন। এটিতেও আপনার নাম পরিবর্তন হতে যাচ্ছে সেটির একটি প্রচার হয়ে যাবে।
৩. মেসেঞ্জার:- পেইজের মেসেঞ্জারের অটো রিপ্লাইতে নিচের দিকে ছোট্ট কিছুদিন পর আপনার পেইজের নাম পরিবর্তন হবে, নতুন নাম কি হবে সেটি সেটআপ করে রাখুন৷ এতে যারাই আপনার পেইজে মেসেজ করবে সবাই জানতে পারবে নতুন নামটি সম্পর্কে।
৪. পোস্টের নিচে:- প্রতিদিন আপনার পেইজে যে পোস্টগুলো দিচ্ছেন সেটির নিচের দিকেও আলাদা মার্ক করে জানিয়ে রাখতে পারেন আপনার পেইজের নাম পরিবর্তনের বিষয়টি৷ এটিতেও পোস্ট যত রিচ হবে সবার কাছেই নাম পরিবর্তনের আপডেটটি চলে যাবে।
মোটামুটি এই ৪ টি কাজ যদি আপনি ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে পেইজের নাম পরিবর্তন করাটা আপনার জন্য খুব বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না। কারণে এই প্রসেসে পেইজের সাথে রিলেটেড মোটামুটি সবাই আগে থেকেই আপডেটটি পেয়ে যাচ্ছে এবং নতুন নামের সাথে পরিচিত হয়ে যাচ্ছে।
তাই যারা পেইজের নাম পরিবর্তন করতে চাচ্ছেন তারা এই প্রসেসটি ফলো করে দেখতে পারেন৷ আশাকরি আপনারা নিশ্চিন্তেই কাস্টমার ধরে রেখেই নাম পরিবর্তন করতে পারবেন…
When we launch a business, we choose whatever name we like. But later on, for a variety of reasons, we must change our name. At that point, we considered changing the name and how to do so while retaining our current clientele. Thus, we will learn some advice today that will assist us with this issue.
- Declaration two months ahead of schedule: Give yourself at least two months’ notice before changing the page’s name. Then, post the new name along with a photo and pin it there. Everyone who sees your page by now will be familiar with the new name.
- Changing the profile picture: A new name comes with a new logo. Thus, create a new logo for the page and place it on the profile image before renaming the page. Your name change will also become a promotion.
- Messenger: In the auto reply section below, your page name will be changed in a few days. Please configure the new name. By doing this, you will inform all messagers on your page of the new name.
- Below the post:- Additionally, you have the option to notify people about the name change of your page by marking the bottom of each post you make on your page each day. In this case as well, everyone will receive updates about the name change as the post becomes wealthier.
Changing the page’s name won’t be too difficult for you if you can accomplish these four tasks correctly. Due to this process, the majority of those connected to the page have already received the update and are accustomed to the new name.
Therefore, anyone wishing to rename the page can do so by following these steps. Hopefully you can keep the customer and safely modify the name.
Visit fabrilife.com/r/KIFL10 or use code KIFL10 to get Discount on Fabrilife