অভিজ্ঞতা ছাড়া চাকরি হয় না অথবা চাকরিতে অভিজ্ঞদের প্রাধান্য দেয় বলে ফ্রেশাররা চাকরি পাবে কই বলে অনেকেই ক্ষোভ ঝাড়েন, হতাশ হন। অথচ চাকরির ক্ষেত্রে কাজে লাগে এমন অনেক অভিজ্ঞতা আছে সেগুলো কোন চাকরি না করে, কোন টাকা খরচ না করেও পাওয়া যায়।
আবার অনেকে বলে মামা চাচা ছাড়া নাকি চাকরি হয় না। অথচ এই মামা চাচা বলতে যেগুলো দরকার সেটা কিন্তু আপনি নিজেই তৈরি করে নিতে পারেন৷ সহজ করে বললে বর্তমানে এই মামা চাচা হচ্ছে আসলে নেটওয়ার্ক যেটা আপনাকে রেফারেন্স দিবে। বর্তমানে মার্কেটে প্রচুর জব পোস্ট আছে যেগুলোর রিক্রুটমেন্টটা ইন্টারনালি হয়।
এই পজিশনগুলোতে যারা ইন্টারভিউ দিতে আসে তারা রেফারেন্সেই যায় এবং এই রেফারেন্সগুলোও আসে নেটওয়ার্কের মাধ্যমে। তাই আপনি কেমন নেটওয়ার্ক তৈরি করতে পারছেন, সেই নেটওয়ার্কে নিজেকে প্রকাশ করতে, নিজেকে প্রমান করতে পারছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ।
এই যে নেটওয়ার্ক এবং চাকরি না করেও অভিজ্ঞতা নেওয়ার যে কথাটা বললাম এই সবগুলো সহজেই হয় ভলেন্টিয়ারিং এর মাধ্যমে, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মাধ্যমে। যে ইভেন্টই পান না কেন, কি পাবেন না পাবেন সেই চিন্তা না করে সেগুলোতে কাজ করতে থাকেন। সব ধরনের ইভেন্টেই কাজ করতে থাকেন।
এই ইভেন্টগুলোই আপনাকে ভাল একটা নেটওয়ার্ক তৈরি করে দিবে, আপনাকে টিমওয়ার্ক, ডেডলাইন, টার্গেট এচিভ করা শিখাবে, অর্গানাইজিং খুঁটিনাটি শেখাবে যেগুলো আপনার সিভিতে, ইন্টারভিউতে ফোকাস করতে পারবেন। একই সাথে তৈরি হওয়া নেটওয়ার্কের মানুষরা আপনার স্কিল, সামর্থ সম্পর্কে জানতে এবং যখনই তাদের কাছে আপনার সাথে ম্যাচ করে এমন কোন রিক্রুটমেন্টের রিকুয়ারমেন্ট আসবে তখনই তারা আপনাকে রেফার করে দিবে।
আমার আশেপাশে প্রচুর মানুষ আছে যারা ঘরের খেয়ে বনের মোঘ তাড়ানো মানে ভলেন্টিয়ার করতো, তারপর নেটওয়ার্ক, স্কিল, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমানে ক্যারিয়ারে বেশ ভাল অবস্থানেই আছে। আমার নিজেরও কর্মজীবন শুরু হয়েছিল এই নেটওয়ার্কিং, ভলেন্টিয়ারিং করতে করতে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই।
তাই সারাক্ষণ একাডেমি পড়ালেখায় মগ্ন না থেকে ভলেন্টিয়ারিংও করুন৷ এটা আপনাকে কর্মক্ষেত্রে প্রচ্চুর সাহায্য করবে…
Visit fabrilife.com/r/KIFL10 or use code KIFL10 to get Discount on Fabrilife
©Kazi Irfan